Connecting You with the Truth

লক্ষীপুরের যুবলীগ নেতা গুলিবিদ্ধ, অবস্থা আশংকাজনক

চাটখিল প্রতিনিধি:
চাটখিল উপজেলার ৯নং খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগ নেতা বাবলু (২৩)। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জানা গেছে, বাবলু লক্ষীপুর জেলা সদরের উত্তর জয়দেবপুর গ্রামের নূর নবীর ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
বাবলুর পারিবারিক সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা বাবলু তার খালার বাড়ি অমরপুরে একটি মোটরসাইকেলযোগে মঙ্গলবার বিকেলে বেড়াতে আসে। সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে একদল অস্ত্রবাজ দুবৃর্ৃৃত্ত তার গতিরোধ করে বারিয়াধর নামক স্থানে নিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং একটি সিএনজিতে করে তাকে শংকরপুর গ্রামের কালিকাতলে দক্ষিণ পার্শ্বের রাস্তায় নামিয়ে তার পায়ে গুলি করে। এতে সে গুরুতর আহত হয়। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল ডা. নোমান হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। নোয়াখালী জেনারেল হাসপাতাল রাতেই তাকে ঢাকায় প্রেরণ করে।
এ ব্যাপারে চাটখিল থানার (ওসি তদন্ত) আবদুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, এ ব্যাপারে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
Loading...