Connecting You with the Truth

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের ২য় দিনে বুধবার লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে টায়ারে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিল করেছে বিএনপি জোটের নেতা-কর্মীরা।
সকালে শহরের দক্ষিণ কালী বাড়ি নামক এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ গিয়ে ধাওয়া করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে সকালে পিকেটার সন্দেহে একজনকে আটক করে পুলিশ। এছাড়া সকাল থেকে শহরের বিসিক শিল্পনগরী, আলিয়া মাদ্রাসা ও দালাল বাজার এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
অপরদিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের অস্থায়ী ক্যাম্পে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার মধ্য রাতে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন লতিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়। আহত নায়েক জাহাঙ্গীর ও কনস্টেবল মো. সিদ্দিকুর রহমানকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের লতিফপুরের অস্থায়ী ক্যাম্পের ডিউটিরত পুলিশদের সিপিং পরিবর্তনের সময় ক্যাম্পে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়। পরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments
Loading...