লক্ষ্মীপুরে জকসিন বাজারে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জকসিন বাজারস্থ ঢাকা-রায়পুর মহাসড়কের যাত্রী ছাউনি সংলগ্ন রাস্তার উত্তর পাশে সাইড ওয়াল টিনসেড ৬টি দোকানে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
লক্ষ্মীপুর আটিয়াতলী গ্রামের সদর পূর্ব যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারীর দাবি, এ অগ্নিকাণ্ড পরিকল্পিত।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোরে বাজারস্থ দোকানগুলোতে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়।
এদিকে মিজান পাটোয়ারী সাংবাদিকদের জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি-জামায়াতের নাশকতাকারীরা তার ১৯টি দোকান ভাঙচুর করে লুটপাট চালায়। তিনি ঐ সময় বিজ্ঞ আদালতে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। বর্তমানেও তিনি মনে করেন, প্রতিপক্ষরা শত্র“তাবশত এমন কাণ্ড ঘটিয়েছে। বার বার রাজনৈতিক ফায়দায় লুটছে নাশকতাকারীরা। এই ব্যাপারে তিনি লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।