Connecting You with the Truth

লক্ষ্মীপুরে পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের যুবদলকর্মী মাওলানা বাবর হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাইন উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ( ৬ অক্টোবর ) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জের ভূঁইয়ার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফাঁসির আসামি মাইন উদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত মো. সুরুজ মিয়ার ছেলে।
র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২০০৩ সালের ৮ মার্চ রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দি গ্রামে যুবদল কর্মী মাওলানা বাবর মিয়াকে পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ৩০ আগস্ট এ মামলায় ১১ আসামির মৃত্যুদন্ড দেয় আদালত। ১১জন মৃত্যুদন্ড প্রাপ্ত আসামির মধ্যে রায়ের দিন চার জন উপস্থিত ছিলেন আদালতে। অন্যদের মধ্যে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাইন উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব।

Comments
Loading...