লক্ষ্মীপুরে পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা- ২০১৪ অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলা ষ্টেডিয়াম প্রাঙ্গণে শুক্রবার সকালে পুলিশ সুপার দাবা প্রতিযোগিতা-২০১৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আ’লীগ সভাপতি এম. আলাউদ্দিন, জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলায়মান রুবেল। অনুষ্ঠানে দাবা কমিটির আহ্বায়ক আইনুল আহমেদ তানভীর, যুগ্ম আহ্বায়ক সাইফুল হাসান রনিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৬২ দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের খেলা শেষে ৩২টি দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পায়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ক্রীড়া চক্রের সভাপতি মো. রাকিব পাটওয়ারীর দাবা দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় জেলা ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।