লক্ষ্মীপুরে বাপ্সার সঙ্গে পরিবার কল্যাণ ঋডই প্রশিক্ষণ
মোঃ রুবেল হোসেন, লক্ষ্মীপুর:
এসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেপটিক অ্যাবরশন বাংলাদেশ (বাপ্সা) লক্ষ্মীপুর শাখার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর বিটা অফিসে প্রশিক্ষণ কক্ষে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর সদর উপজেলা ও রামগঞ্জ, রায়পুর এর পরিবার কল্যাণের মহিলা পরিদর্শিকারা। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশফাকুর রহমান মামুন। প্রধান অতিথি তার বক্তব্যে বাপ্সার সচেতনীকরণ কার্যক্রমকে মাঠ পর্যায়ে সহযোগিতা করার জন্য পরিবার কল্যাণ এফ.ডাব্লিউ.বি কে নির্দেশনা দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাপশার প্রজেক্টর অর্ডিনেটর জোবেদা বেগম। কর্মশালা অনুষ্ঠানে প্রজনন স্বাস্থ্য, এইচআইভি ও এইডস, কিভাবে ছড়ায় ও সুরক্ষার উপায়, নারী নির্যাতন, নারী নির্যাতন প্রতিরোধে করণীয় ,পরিবার কল্পনা ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়।