Connecting You with the Truth

লক্ষ্মীপুরে মসজিদে দান করা সম্পত্তিতে মার্কেট করতে বাধা

ভ্রাম্যমাণ প্রতিনিধি, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলী বাজার সংলগ্ন মসজিদকে দান করা সম্পত্তিতে মসজিদের উন্নয়নের জন্য মার্কেট করতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় এলাকাবাসী ও জাফর আহাম্মদের স্ত্রী শিল্পী আক্তার এমন অভিযোগ করেন ফিরোজ আলম বাবুর বিরুদ্ধে। এ ব্যাপারে ফিরোজ আলম (বাবু) জানান, মসজিদের সম্পত্তি রক্ষা করার স্বার্থে মামলা দায়ের করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেন। সদর থানার এসআই আজাদের টালবাহানা করার পাল্টা অভিযোগও করেন তিনি। অপরদিকে এসএই আজাদ বিষয়টি অস্বীকার করেন। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাফিলাতলী বাজার সংলগ্ন মসজিদের সভাপতি হুমায়ূন কবির ভূঁইয়া ফারুক, সাধারণ সম্পাদক জাকির পাটোয়ারীসহ এলাকাবাসী মসজিদের উন্নয়নের স্বার্থে দান করার সম্পত্তিতে মার্কেট স্থাপন করে জাফর আহাম্মদের স্ত্রী শিল্পী আক্তারকে ভাড়াটিয়া হিসাবে নিযুক্ত করেন। ঐ মার্কেটের ভাড়ার টাকা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেন মসজিদ কমিটি। কিন্তু ভাড়াটিয়া শিল্পী আক্তারকে হুমকি ধামকি দিচ্ছে ফিরোজ আলম (বাবু) এমনটাও অভিযোগ করেন এলাকাবাসী। এদিকে একই এলাকার চৌধুরী মিয়ার পুত্র ফিরোজ আলম (বাবু) মার্কেটকে নিজের আয়ত্বে নেওয়ার জন্য আদালতে বাদী হয়ে একটি মিছ মামলা দায়ের করে বলে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ। মসজিদ কমিটির সভাপতি জানান, মসজিদের উন্নয়নের জন্য মার্কেট চালু করতে বিঘœ ঘটাতে বিভিন্ন অপকৌশলের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ফিরোজ আলম (বাবু)।

Comments
Loading...