Connecting You with the Truth

লখনৌ সম্পর্কে জানতে চাইলে যেতে হবে পরিণীতির কাছে

Parineeti Chopra Actress Wallpaper
বিনোদন ডেস্ক:
লখনৌকে যদি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বাড়ি বলা হয় তাহলে হয়তো ভুল হবে না। কেননা তার অভিনীত চারটি ছবির দুটির দৃশ্যধারণই হয়েছে এখানে। সম্প্রতি নতুন ছবি ‘দাওয়াত-এ-ইশক’ ছবির শুটিংয়ের জন্য তিনি ৯০ দিন কাটিয়েছেন সেখানে। এর আগে ‘ইশাকজাদে’ ছবিটি ছিলো পুরো লখনৌভিত্তিক। এতোটা সময় এক শহরে কাটিয়েছেন বলে সেখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন পরিণীতি। শহরটি তার কাছে এখন এতোটাই পরিচিত যে বন্ধুবান্ধবকে লখনৌর কোথায় ভালো খাবারের দোকান আছে অথবা ভালো পোশাকের শোরুম আছে তার খোঁজ অনায়াসে দিয়ে দিতে পারেন তিনি। পরিণীতির বন্ধুবান্ধবরা তো এখন বলেই বেড়ায় যে লখনৌ সম্পর্কে কিছু জানতে চাইলে দেরি না করে সোজা তার সঙ্গে যোগাযোগ করুন। শহরটাকে নিজের বাড়ির মতো মনে করেন তিনি।

Comments
Loading...