লঞ্চ উদ্ধারের পর মিললো আরো ৪ লাশ
অনলাইন ডেস্ক: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে আরো চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা ১৮ হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধার করে। এ সময় চার শিশুর লাশ উদ্ধার করা হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, সকাল পৌনে নয়টার দিকে লঞ্চটি উদ্ধার হয়েছে। এ সময় চার শিশুর লাশ উদ্ধার করা হয়। আরো নিখোঁজ আছে কিন সেটি খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার দুপুরে বানারীপাড়া থেকে ‘এমএল ঐশী’ নামের একটি লঞ্চ উজিরপুর যাওয়ার পথে সন্ধ্যা নদীর দাশেরহাটের মসজিদবাড়ি ঘাটের কাছে ডুবে যায়।