আন্তর্জাতিক
লন্ডনে আইএসআইএস!

Published
8 years agoon
এবার লন্ডনের রাস্তায় দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) কট্টর ইসলামপন্থি বিদ্রোহীরা তাদের মতাদর্শের পক্ষে প্রচারপত্র বিলি করেছে। এই প্রচারপত্রে ব্রিটেনের মুসলিমদের সে দেশ ত্যাগ করে আইএসআইএস গ্রুপে যোগদান করতে বলেছে। বুধবার মধ্য লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে ক্রেতাদের হাতে এই প্রচারপত্র (লিফলেট) ধরিয়ে দেওয়া হয়। আলআরাবিয়া অনলাইন দ্য মেইলকে উদ্ধৃত করে জানায়, মধ্য লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে লাগানো ‘নতুন যুগের শুরু হয়েছে’ স্লোগান লেখা পোস্টারের সামনে দাঁড়ালে আইএসআইএস সমর্থনে প্রচারপত্র দেওয়া হয়। একটি প্রচারপত্রে লেখা হয়েছে, খেলাফত ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। অন্য আরেকটি প্রচারপত্রে লেখা, ‘আমরা অজ্ঞতার রাজ্যে বসবাস করছি। আমাদের বাসভূমি আলাদা, আমাদের সম্পদ চুরি হয়েছে, উম্মাহ সংঘবদ্ধ নয়, সম্মান ভূলুণ্ঠিত, আইনের অপশাসন আমাদের গ্রাস করেছে।’ প্রচারপত্রে আরো উল্লেখ করা হয়, ‘সারা বিশ্বের মুসলমানদের অনেক বড় দায়িত্ব পালন করার আছে। সারা বিশ্বে খেলাফত কায়েমের জন্য বিশ্বের মুসলমানদের অনেক কিছু করার রয়েছে।’ প্রচারপত্রে আইএসআইএসের সমর্থকদের সাতটি নিয়ম মেনে চলতে বলা হয়। এ ছাড়া খেলাফত, শরিয়া আইন মেনে চলাসহ যুক্তরাজ্যে খেলাফত কায়েমের ডাক দেওয়া হয়। এদিকে, অ্যান্টি-এক্সট্রিমিজম ফাউন্ডেশন কুইলামের ব্যবস্থাপনা পরিচালক গফ্ফার হুসাইন বলেন, এ ধরনের প্রচারপত্র হস্তান্তর করা আইনের স্পষ্টত লঙ্ঘন। এ বিষয়ে লন্ডন মেটের এক মুখপাখ বলেন, এ বিষয়ে এমপিরা সচেতন রয়েছেন। তিনি জানান, প্রচারপত্র (লিফলেট) আমরা যাচাই-বাছাই করে দেখছি। দেখছি, এতে কোনো ধরনের অপরাধমূলক তথ্য আছে কিনা। এরপরে ব্যবস্থা নেওয়া যাবে। এ বছরের ৮ জুলাই ইরাকের উত্তরাঞ্চলীয় দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করার মাধ্যমে আল-কায়েদা সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠীর উত্থান হয়। এরপর সিরিয়ার বড় একটি গ্যাস ক্ষেত্র দখল করে নিয়ে নিজেদের ‘দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস) বাহিনী হিসেবে পরিচয় দিতে শুরু করে। মসুল শহর দখল করার পর আইএসআইএস বিদ্রোহী গোষ্ঠী শিয়াদের বড় মসজিদ বুলডোজার ও বোমা মেরে মাটিতে গুঁড়িয়ে দেয়। এ ছাড়া অন্য ধর্মালম্বী লোকদের ‘হয় মুসলিম হও, নয় মৃত্যুর মুখোমুখি হও’ ও ট্যাক্স দেওয়ার জন্য নির্দেশ দেয়। এই হুমকির পর অন্যান্য ছোট ছোট ধর্মীয় সম্প্রদায়ের লোকজন বিশেষ করে ইয়াজদি সম্প্রদায়, যাদের ধর্মের বয়স পাঁচ হাজার, তারা পালাতে শুরু করে।
You may like
Highlights
ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার পর পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আশঙ্কা

Published
2 days agoon
জানুয়ারি ২৭, ২০২৩
অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরনার্থী শিবিরে ইসরায়েলের এবারের হামলার ঘটনাটিই প্রায় দু দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী হামলা। ইসরায়েলি সৈন্যরা একটি ভবনে গুলি, গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে অভিযান চালানোর ঘটনায় নয় ফিলিস্তিনি মারা গেছে।
দেশটির সেনাবাহিনী বলেছে তাদের সৈন্যরা একজন ইসলামি জিহাদী জঙ্গীদের ধরতে গিয়েছিলো যারা বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলো। তবে এখানে ঐতিহাসিক কিছু বিষয় রয়েছে। গত বছর পর্যন্ত সেখানে ইসরায়েলের অভিযান বাড়ছিলো এবং নতুন প্রজন্মের সশস্ত্র ফিলিস্তিনিদের সাথে প্রায়শই তাদের সংঘর্ষ হচ্ছিলো।
অনেকেই ২০০২ সালের এপ্রিলের পরিস্থিতির সাথে তুলনা করে এটি দ্বিতীয় ‘ইন্তিফাদা’ বা ফিলিস্তিনি আন্দোলন হিসেবে বর্ণনা করছিলো। ওই সময় ইসরায়েল একটি পূর্ণ সামরিক অভিযান চালিয়েছিলো যা জেনিনের যুদ্ধ হিসেবে পরিচিত। ওই সময় অন্তত ৫২ জন ফিলিস্তিনি আর ২৩ জন ইসরায়েলি সৈন্য মারা গিয়েছিলো।
এর জের ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলে অনেক বার আত্মঘাতি বোমা হামলা চালিয়েছিলো। জেনিন শিবিরেরের বড় অংশই তখন ধ্বংসের মাত্রার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলো। পরে ফিলিস্তিনিরাও নিজেদের সংগঠিত করার চেষ্টা শুরু করে।
গত বসন্তে ইসরায়েল ব্রেক দ্যা ওয়েভ নামে অপারেশন শুরু করে। এটি করা হয়েছিলো ব্যাপক ভাবে ফিলিস্তিনিদের বন্দুক ও ছুড়ি ব্যবহার করে হামলার ঘটনা বেড়ে যাওয়ায়। এর মধ্যে কিছু ঘটনা ঘটিয়েছে কথিত ইসলামিক স্টেট সমর্থকরা। বেশ কিছু ফিলিস্তিনি বন্দুকধারী মারাও যায় যার মধ্যে রাদ হাজেমও ছিলেন যিনি তেল আবিবের একটি বারে তিনজনকে গুলি করে হত্যা করেছিলেন।
ফলে জেনিন আবারো আলোচনায় আসে। ইসরায়েলের তল্লাশি, গ্রেফতার ও অভিযান বেড়ে যায়। ইসরায়েলের ডিফেন্স ফোর্স বলছে যে তারা আরও হামলা ঠেকাতে পদক্ষেপ নিয়েছে। তবে পুরো পশ্চিম তীরে মৃত্যুর ঘটনা আরও বেশি। গত বছর সেখানে অন্তত দেড়শ ফিলিস্তিনি মারা গেছে। যাদের অনেকেই শুধু সামরিক গাড়ী লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। কেউ কেউ হয়তো শুধু পথচারীই ছিলো।
ইসরায়েলকে সবসময়ই জাতিসংঘ ও অন্য কিছু মানবাধিকার সংস্থা অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য অভিযুক্ত করে আসছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের সেখানকার শহরগুলোতে সীমিত শাসনক্ষমতেই রয়েছে। তারা ইতোমধ্যেই জেনিন ও নাবলুসের নিয়ন্ত্রণ হারিয়েছে।
মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন এই কর্তৃপক্ষ নব্বইয়ে অসলো শান্তি প্রক্রিয়ায় জড়িত থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। মিস্টার আব্বাসের দল ফাতাহ পার্টির প্রবল প্রতিপক্ষ হামাস। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন ইসরায়েলের সাথে নিরাপত্তা বিষয়টি সমন্বয় করছে যার অর্থ হলো তারাই কিছু মিলিশিয়ার তথ্য আদান প্রদান করছে।
যদিও প্রেসিডেন্ট আব্বাস বলছেন জেনিনে হামলার কারণে নিরাপত্তা সমন্বয় তারা বন্ধ করে দেবেন। তবে ২০২১ সালেই জেনিন শরনার্থী শিবির ও নাবলুসে কর্তৃত্ব হারিয়েছে। মে মাসে গাযায় হামাস ও ইসরায়েলের লড়াইয়ের সময় থেকেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে অজনপ্রিয় হয়ে পড়ে।
আবার ইসরায়েলের একটি জেল থেকে ছয় বন্দী টানেল খুড়ে বেরিয়ে গয়ে পড়ে ধরা পড়েছিলো। এর সবাই জেনিনের।মূলত জেনিন ও নাবলুসের নতুন প্রজন্মের যোদ্ধারা মাহমুদ আব্বাসের কর্তৃপক্ষকে প্রত্যাখ্যান করছে। তারা সশস্ত্র হচ্ছে এবং প্রতিষ্ঠিত গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ হারাচ্চে। তারা নিজেদের জেনিন ব্যাটালিয়ন বলছে আর নাবলুসে তাদের পরিচিতি লায়নস ডেন হিসেবে।
জর্ডান থেকে চোরাচালান হয়ে আসা কিন্তু ইসরায়েরের ডিফেন্স ফোর্স ঘাঁটি থেকে চুরি বা বিক্রি হওয়া অস্ত্র তারা ব্যবহার করছে। আর এদের অনেকেই অনেক কম বয়সী যারা ২০০২ সালের ঘটনা মনেও করতে পারে না। ইসরায়েলের সেনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে এমন একজন সাংবাদিক বলছেন, “এটা সম্পূর্ণ ভিন্ন অবস্থা। এসব লোকেরা লড়াই করতে চায়।তারা প্রাণ দিতে আগ্রহী”।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা বেসামরিক নাগরিক ও সৈন্যদের ওপর হামলা প্রতিরোধ করছে। দেশটির প্রেসিডেন্ট বলছেন ইসলামি জিহাদীদের টেরর স্কোয়াড ইসরায়েলে হামলা করতে চাইছে। কিন্তু এখন পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যেই সোমবার ইসরায়েল গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
Highlights
ইউক্রেনে ট্যাংক পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া

Published
4 days agoon
জানুয়ারি ২৫, ২০২৩
যুক্তরাষ্ট্র ইউক্রেনে আব্রামস যুদ্ধ ট্যাংক পাঠালে তা পুড়িয়ে দেওয়া হবে। এছাড়া প্রস্তাবিত চালান বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।
দিমিত্রি পেসকভ বলেন, আব্রামস ট্যাংক চালানের বিষয়টি নিশ্চিত করা না হলে, তা শুধু অর্থের অপচয় ছাড়া কিছু হবে না।
তিনি বলেন, আমি নিশ্চিত যে অনেক বিশেষজ্ঞ এ ধারণাটির অযৌক্তিকতা মনে করেন। পরিকল্পনাটি প্রযুক্তির দিক থেকে বিপর্যয় ডেকে আনতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, সর্বোপরি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ ট্যাংকগুলো দিলে দেশটির সেনাবাহিনীতে যে সম্ভাবনা যুক্ত করবে তা তাদের বেশ শক্তিশালী করবে। তবে এই ট্যাংক অন্য সব ট্যাংকের মতো জ্বালিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন তার আগের অবস্থানকে উল্টে ৩০টি আব্রামস যুদ্ধ ট্যাংক পাঠাবে।
Highlights
লস অ্যাঞ্জেলেসে চীনা নববর্ষের অনুষ্ঠানে গুলি, নিহত ১০

Published
1 week agoon
জানুয়ারি ২২, ২০২৩
লস অ্যাঞ্জেলেসে চীনা নববর্ষ অনুষ্ঠানে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও নয় জন।
স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) মন্টেরি পার্কে অনুষ্ঠিত চীনা নববর্ষ উদযাপনের স্থানের আশপাশে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদপত্র।
তার আগের দিন সেখানে কয়েক হাজার মানুষ এই উৎসবে যোগ দিয়েছিলেন।
মন্টেরি পার্ক লস অ্যাঞ্জেলেস কেন্দ্রীয় শহর থেকে ১১ কি.মি. দূরে অবস্থিত। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আরএমজি নিউজ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে।
-
আন্তর্জাতিক7 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক7 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ8 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস