লন্ডনে মেয়ের সঙ্গে নিপুণ
বনোদন ডেস্ক:
একমাত্র মেয়ের সঙ্গে রোজার ঈদের আনন্দ উদযাপন করতে পারেননি নিপুণ। তাই হাতে জমে থাকা কাজ শেষ করেই এক মাসের জন্য সম্প্রতি লন্ডন যান চিত্রনায়িকা নিপুণ। তার এই যাত্রা শুধুই মেয়ে তানিশার জন্য। লন্ডনে তার বড় বোনও থাকেন। সেখানে মেয়েকে নিয়ে কেনাকাটা, খাওয়া-দাওয়া, বেড়ানোর মধ্য দিয়ে খোশমেজাজে সময় কাটছে নিপুণের। লন্ডন থেকে ফেসবুকে আলাপচারিতায় নিপুণ বলেন, ‘বেশ ভালোই সময় কাটছে। পূর্ব লন্ডনের পপলার এলাকায় আমার বড় বোন থাকেন। তানিশা ঢাকার বারিধারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস সিক্স পর্যন্ত পড়েছে। এরপর লন্ডনে তাকে ভর্তি করানো হলো। সেখানে থেকেই তানিশা পড়াশোনা করবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় ফিরবো।’ গত রোজার ঈদে নিপুণ অভিনীত মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ ছবিটি মুক্তি পায়। টানা এক মাসের ছুটি কাটানোর পর দেশে ফিরেই নিপুণ ডা. অরূপ রতন চৌধুরীর ‘স্বর্গ থেকে নরক’ ছবির বাকি কাজ শেষ করবেন। এখানে তার সহশিল্পী ফেরদৌস। এর বাইরেও নিপুণের হাতে আছে গাজী মাজহারুল আনোয়ারের ‘আপোষহীন’, শাহ আলম কিরণের ‘একাত্তরের মা জননী’, ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’, ওয়াকিল আহমেদের ‘লাভ ইন কোরিয়া’ ছবিগুলো।