লন্ডনে রণবীর-ক্যাটরিনা আংটিবদল
বিনোদন ডেস্ক:
শিরোনামটা যদি সত্যি হয় তাহলে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ভক্তদের জন্য এটা বিরাট খবর। চাউর হয়েছে, বলিউডের এ দুই তারকা লন্ডনে আংটিবদল করেছেন। গত ৩০ ডিসেম্বর ঘরোয়া পরিসরে দুই পরিবারের সামনে ক্যাটরিনার অনামিকায় আংটি পরিয়ে দেন রণবীর। ক্যাটরিনার পরিবারের সদস্যরা লন্ডনে থাকেন। সেজন্যই লন্ডনে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠান। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই রণবীর ও ক্যাটরিনার মধ্যে সখ্য গড়ে ওঠে। এরপর তারা অভিনয় করেন প্রকাশ ঝা পরিচালিত ‘রাজনীতি’ তে। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়েন। তবে জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা বরাবরই এড়িয়ে গেছেন দু’জনে। এদিকে রণবীর ও ক্যাটরিনা অভিনীত ‘জ¹া জাসুস’ ছবিটি মুক্তি পাবে এ বছর। এটি পরিচালনা করছেন অনুরাগ বসু।