ললাটি হতে পঞ্চমীঘাট পর্যন্ত সড়কের বেহাল দশা
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সোনারগাঁ থানা অধীনস্থ কাঁচপুর ইউনিয়নে ললাটি হইতে পঞ্চমীঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘ ১০ বছরে কোন উন্নতির ছোঁয়া লাগেনি । অনেকবার বিভিন্ন সংবাদপত্রে এই রাস্তাটির সংবাদ প্রকাশিত হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এ রাস্তা দিয়ে প্রতিদিন মালবাহী বালুর ট্রাক, যাত্রীবাহী বেবি টেক্সি ও রিকশা চলাচল করে। বর্তমানে এই রাস্তাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটির ইটের সলিং উঠে বড় বড় গর্তে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার মাঝখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য এলাকা বাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে।