Connecting You with the Truth

লামিয়া মিমো ডিভোর্স দিলেন নাট্যকার রানাকে

b-1a
বিনোদন ডেস্ক:
২০০৯ সালে এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন লামিয়া মিমো। পরে তিনি ‘কিং খান’, ‘এক জবান’ প্রভৃতি ছবিতে কাজ করেন। অভিনয় করছেন নাটকেও। আর পেশার সুবাদেই মিমো বিনোদন সাংবাদিক ও নাট্যকার এমএস রানান সঙ্গে প্রেমে জড়ান। বেশ জাঁকজমক ভাবেই বিয়ে করেন তারা ২০১১ সালের শেষের দিকে। কিন্তু তা আর টিকলো কৈ? জানা যায় তারকা লামিয়া মিমো ডিভোর্স দিলেন নাট্যকার এমএস রানাকে। মিমো বিষয়টা স্বীকার করে জানান, “ডিভোর্সটা হয়েছে গত বছরের শেষ দিকে।” কেন আলাদা হয়ে গেলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বনিবনা হচ্ছিল না। এর চাইতে বেশি কিছু বলতে চাইনা।” এমএস রানা বললেন, “বিষয়টি খুবই স্পর্শকাতর। কিছুটা পারিবারিক সমস্যার মধ্যেও আছি। বাসার পরিবেশ স্বাভাবিক হলে আমি নিজেই সবাইকে জানাব।” বিয়ে নিয়ে নতুন করে কিছু ভাবছেন কিনা? জানতে চাইলে রানা বললেন, “নতুন লাইফ পার্টনারের বিষয়টা এখন সেভাবে মাথায় নেই। তবে কিছু একটাতো করতে হবে। আমার বাবা এখন অসুস্থ। সেজন্য এসব কিছুই মাথায় নেই।” আর মিমো বললেন, ‘আপাতত আমি আমার ক্যারিয়ার নিয়েই ভাবতে চাই।’

Comments
Loading...