লালমনিরহাটে আইনজীবি কর্তৃক সহকারী লাঞ্চিত; দু’পক্ষের উত্তেজনা
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলা জজ আদালত চত্ত্বরে রোববার বিকেলে আইনজীবি সহকারী আব্দুর রাজ্জাককে এক আইনজীবি কর্তৃক লাঞ্চিত করার ঘটনায় আইনজীবি ও সহকারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তথ্য সুত্র, রোববার দুপুরে আইনজীবি ও সহকারীর পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ্যাড. শামছুল আলম মিলন সুকৌশলে সহকারী আব্দুর রাজ্জাককে জেলা আইনজীবি সমিতির তৃতীয় তলায় ডেকে নিয়ে যায়। পরে সমিতির একটি কক্ষে দরজা বন্ধ করে বেধরক মারপিট শুরু করে। ওই সময় অপর আইনজীবী ইবনে হাসান বাশুরি আঃ রাজ্জাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হয়ে পড়লে আইনজীবি সহকারী সহ উত্তেজিত জনতা ওই আইনজীবি শামছুল আলম মিলনকে ধাওয়া করে। এসময় এ্যাড. মিলন দৌড়ে সমিতির একটি কক্ষে আত্ম গোপন করে রক্ষা পায়। পরে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মতিয়ার রহমান, এ্যাড. আব্দুর রশিদ প্রধান দৃষ্ঠান্তমূলক বিচারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার আইনজীবী সহকারী আব্দুর রাজ্জাক এক লিখিত অভিযোগে এ্যাড. শামসুল আলম মিলন কর্তৃক সহকারী নির্যাতনের সুষ্ঠ বিচারের দাবী করেন। এ ব্যাপারে জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.মতিয়ার রহমান ও সম্পাদক এ্যাড. ময়জুল ইসলাম ময়েজ বলেন, এ্যাড. শামসুল আলম মিলনের বিরুদ্ধে সহকারী নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে আগামী মঙ্গলবার দুপুরে আইনজীবীদের সাধারণ সভা আহবান করা হয়েছে।