দেশজুড়ে

লালমনিরহাটে গ্রেফতারের আতংকে বিএনপি’র কর্মীরা আটক ২৯

Published

on

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ দলীয় ৫ শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে রোববার সকাল সন্ধ্যা হরতাল লালমনিরহাটে চলছে। হরতালের ৭ ঘন্টা অতিবাহিত হলেও জেলা শহরসহ অন্যসকল উপজেলায় হরতালের সমর্থনে কোন মিছিল বা পিকেটিং এর খবর পাওয়া যায় নি। শনিবার(১০ জানুয়ারী) দিবাগত রাতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম জিএস বাবুসহ, নাশকতার আশংকায় ২৯ জন বিএনপি জমায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার লালমনিরহাট সদরসহ ৪ উপজেলায় ঘুরে দেখাগেছে, বিএনপি’র কার্যালয় গুলোতে তালা লাগানো। সারা দেশে টানা অবরোধে ডাক দিলেও এই কর্মসূচির সমর্থনে লালমনিরহাটের বিএনপি জোটের নেতা-কর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। গত বুধবার হরতালে সমর্থনে ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। টানা অবরোধে সমর্থনে তেমন কোনো তৎপরতা না থাকলেও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র নিজ এলাকা সদর উপজেলার বড়বাড়ি ও মহেন্দ্রনগর ইউনিয়নে হরতালের সমর্থনে মিছিল করেছে নেতাকর্মীরা। লালমনিরহাটের দূরপাল্লার বাস যানবাহন চলাচল না করলেও লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক গুলোতে সিএনজি অটোরিকশা,রিকশা চলাচল করছে। অন্যদিকে গত রাতে পুলিশের পাহারায় ঢাকার বোশ কিছু কোচসহ ১০০টি ট্রাক লালমানিরহাট-বুড়িমারী স্থলবন্দর থেকে চলাচল করতে দেখা গেছে,। সকাল থেকে জেলার সকল উপজেলাতে দেখাগেছে,বিপুল পরিমাণে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়ছে। এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কোনো মিছিল বা পিকেটিং হয়নি। লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(সার্কল) আদিবুল ইসলাম জানিয়েছেন, জেলার ৫টি থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় ১৭ নেতাকর্মীকে আটক করেছে। জেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন করা হয়েছে। পুলিশ,আর্মড পুলিশ ব্যাটায়িান সদস্য পাশাপাশি বিজিবির সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এখন পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায় নি বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version