দেশজুড়ে
লালমনিরহাটে পুলিশের অভিজানে পিস্তল ও গুলিসহ আটক ২
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে পিস্তল ও গুলিসহ দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের শরীর তল্লাশি করে নাইন এম এম পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গত শনিবার গভীর রাতে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুঠি ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়। আটককৃত ব্যক্তিরা হলো, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুঠি গ্রামের আমজাদ ফকিরের ছেলে নবিয়ার রহমান (৪০) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের রফিক উদ্দিনের ছেলে মাহাফুজার রহমান (২৯)।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাইফুর রহমান ও ছানাউল ইসলামের নেতৃত্বে একদল আনছার ব্যাটালিয়ন সদস্যরা রাতে দুরাকুঠি ব্রিজে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাহফুজ রহমান ও নবিয়ার রহমান নামে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন তারা। পরে তাদের দেহ তল্লাশি করে নাইন এম এম পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। রাতেই আটক ব্যক্তিদের লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহাফুজার রহমান।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস