Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটে ভলিবল টুর্নামেন্টে লালমনিরহাটকে হারিয়ে রাজশাহী চ্যাম্পিয়ন

Published

on

এম, এ  হান্নান, লালমনিরহাট, 14.1.2015-p প্রতিনিধি :

বুধবার বিকেলে  লালমনিরহাটে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্ত: বিভাগীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহন করেন লালমনিরহাট ও রাজশাহী রেলওয়ে দল। স্থানীয় রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট  বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ও ডি এস এ -চেয়ারম্যান ডি এন মজুমদারের । ভলিবল টুর্নামেন্টটি সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। অবরো কে উপেক্ষা করে ভলিবল খেলা দেখতে শত শত খেলা প্রেমী মানুষজন এটি উপভোগের জন্য মাঠে জমায়েত হয়।  অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডি টি এস মোস্তাফিজার রহমান,ডি ই এন ও ডি এস এ লালমনিরহাট ম্যানেজার আহসান জাবির , ডি এম ই রেজাউল করিম,ডি ই্ ই আরিফুল ইসলাম, ডি এস টি ই আবু হেনা মোস্তফা কামল,এ এম ই / আই সি মমতাজ মিয়া,ডিপিও রবিউল ইসলাম, এপিও আব্দুল ওয়ারেছ ,সদর উপজেলা চেয়ারম্যান একে এম মমিনুল ইসলাম,ছাড়াও সকল কমকর্তা,কর্মচারি ছাড়াও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দরা । খেলায় রাজশাহী দল চ্যাম্পিয়ন হয় এবং লালমনিরহাট রানার আপ হয়।  খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার আপের মধ্যে পুরুস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।  রেলওয়ে ও লালমনিরহাট রেলওয়ে ডি এস এ। তাছাড়াও এ খেলায় অংশ গ্রহন করেছিলেন পাকশি ও সৈয়দপুর ডি এস এ । অদ্য বুধবার ১৪ জানুয়ারী ফাইনাল খেলা লালমনিরহাট ও রাজশাহীর মধ্যে অনুষ্ঠিত হলে খেলায় লালমনিরহাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গত দুই বছরের চ্যাস্পিয়ন রাজশাহী ডি এস এ। রাজশাহীর ডি এস এ’র পক্ষে দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন এটি এস সাজ্জাদ হোসেন। শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হয় লালমনিরহাট দলের খেলোয়ার রাসেল ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *