লালমনিরহাটে ৩৫০ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেলসহ গ্রেফতার এক
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুৃর চওড়াটারী চৌপতি থেকে মঙ্গলবার ভোরে ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্ম মিজানুর রহমান এর নেতৃত্বে এক দল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩৫০ বোতাল ফেন্সিডিল, একটি মটর সাইকেলসহ ১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম হযরত আলী (৪৫) পিতা মৃত আমির উদ্দিন, গ্রাম দক্ষিণ দোবর্ধা আদিতমারী। পলাতক আসামী আনিরুর রহমান আনিছ, পিতা শহিদার রহমান মেম্বার, গ্রাম ভেলাবাড়ী আদিতমারী। দূর্গাপুর সীমান্ত থেকে মোটর সাইকেলে করে ২ জন চোরাচালানী ফেন্সিমডিল নিয়ে হারাগাছ দিকে যাচ্ছিল পথিপধ্যে ডিবি পুলিশ তাদেরকে চ্যালেজ করলে তারা মোটর সাইকেল ফেলে পালাতে থাকে এক জন কে গ্রেফতার করা সম্ভব হয়েছে অপরজন পালিয়ে গেছে। আটককৃত ফেন্সিডিলিলের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এব্যাপারী আদিতমারী থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর