Connecting You with the Truth

লালমনিরহাটে ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে রবিবার হরতাল ডেকেছে বিএনপি

 

হরতাল

 

 

 

 

 

 
লালমনিরহাট প্রতিনিধি:
সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুরের অভিযোগে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ বিএনপি জামায়াতের ৫শতাধিক নেতাকর্মীর নামে একটি মামলা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে লালমনিরহাট সদর থানায় মামলাটি দায়ের করেন ওই থানার উপ পরিদর্শক(এসআই) জাফর ইকবাল। লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজুর রহমান জানান, ৬ জানুযারী সদর উপজেলার মহেন্দ্রনগরে ও বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকায় নারী শিশুদের দিয়ে লালমনিরহাট কুড়িগ্রাম আঞ্চলিক সড়ক ও রংপুর -কুড়িগ্রাম মহাসড় অবরোধ করে রাখে আসামীরা। এ সময় আসামীরা এসব সড়ক অবরোধ করে সর্বসাধারনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্ঠি করে গাড়ি ভাংচুর চালায়। এ ঘটনায় শুক্রবার রাতে সদর থানায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুসহ ৪৫ জনের নাম ও অজ্ঞাতনামা আরো ৫শতাধিক বিএনপি জামায়াতের নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন উপ পরিদর্শক জাফর ইকবাল। এ মামলায় দুলুকে প্রধান আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী উপ পরিদর্শক জাফর ইকবাল। মামলার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আগামীকাল রবিবার সকাল-সন্ধা হরতালের ডাক দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

Comments
Loading...