লিওনেল মেসির জাদুতে বার্সার বড় জয়
স্পোর্টস ডেস্ক:
প্রায় সাড়ে ৭২ হাজার দর্শকের উপস্থিতিতে ঘরের মাঠে বড় জয় পেল বার্সেলোনা। মেসি-নেইমার-সুয়ারেজদের মতো বড় বড় তারকার উপস্থিতিতে ৬-০ গোলে ক্লাব প্রীতি ম্যাচে লিওনকে হারিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই জয় অনেকটা নিশ্চিত করে দেয় মেসি এবং নেইমার। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। জোড়া গোল করেন ব্রাজিল তারকা নেইমার। ম্যাচের ১২ ও ৪৪ মিনিটে গোল দুটি করেন তিনি। তবে, ম্যাচের প্রথমেই জাদু দেখান লিওনেল মেসি। তিন মিনিট যেতে না যেতেই গোল করে বসেন তিনি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচের দশ মিনিটে (৫৫ মিনিট) গোল করেন মুনীর আল হাত্তাদি। ৭৮ মিনিটে নিজের জোড়া গোল পূর্ন করেন এই তরুন ফুটবলার। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ষষ্ঠ গোলটি করেন সান্দ্রো রামিরেজ। লিভারপুল থেকে এ মৌসুমে বার্সায় যোগ দেওয়া উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজকে এনরিক ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামান। রাফিনহাকে তুলে সুয়ারেজকে নামালেও তিনি বার্সার হয়ে প্রথম ম্যাচে তেমন কোনো জাদু দেখাতে পারেন নি। বার্সা মূল আসরে মাঠে নামবে ২৪ আগস্ট। ক্যাম্প ন্যুতে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে এলচে।