লিঙ্কলেটারের পরিশ্রম স্বার্থক ‘বয়হুড’ই সেরা
রঙ্গমঞ্চ ডেস্ক:
নির্মাতা রিচার্ড লিঙ্কলেটারের টানা একযুগের পরিশ্রম স্বার্থক হলো। তার পরিচালিত ‘বয়হুড’ জিতে নিয়েছে গোল্ডেন গ্লোবের ড্রামা বিভাগের সেরা সিনেমার পুরস্কার। লিঙ্কলেটার নিজে অর্জন করেছেন সেরা পরিচালকের খেতাব। অভিনেত্রী প্যাট্রিশিয়া আর্কুয়েট জিতে নিয়েছেন পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার। মনোনয়ন ঘোষণার সময় থেকেই অবশ্য গুঞ্জন উঠেছিল ‘বয়হুড’ নিয়ে। কেননা, ‘বার্ডম্যান’ আর ‘ইমিটেশন গেইম’ এর মতো সিনেমার পাশাপাশি সবচেয়ে বেশি মনোনয়নের তালিকায় ছিল কামিং অফ এজ ঘরানার এই সিনেমাটি। ‘বার্ডম্যান’ও অবশ্য খালি হাতে ফেরেনি। আলেহান্দ্রো গনসালেস ইনারিতু সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হয়েছেন। ওদিকে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের শিল্পী মাইকেল কিটন অর্জন করেছেন কমেডি এবং মিউজিকাল বিভাগের সেরা অভিনেতার খেতাব। এই বিভাগে সেরা সিনেমার পুরস্কারটি গেছে ওয়েস অ্যান্ডারসনের ‘দ্যা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ এর ঘরে। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন এমি অ্যাডামস, ‘বিগ আইজ’ সিনেমাটির জন্য। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন গ্লোব জয় করলেন অ্যাডামস, গত বছর একই পুরস্কার জিতেছিলেন ‘আমেরিকান হাসল’ এর জন্য। ড্রামা বিভাগে বিজ্ঞানী স্টিফেন হকিং – এর জীবনীনির্ভর ‘দ্য থিওরি ফর এভরিথিং’ এ অভিনয় করে সেরার পুরস্কারটি জিতে নিয়েছেন ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন। সিনেমাটির ঝুলিতে গেছে সেরা অরিজিনাল স্কোরের পুরস্কারও। ড্রামা বিভাগে ‘স্টিল অ্যালিস’ সিনেমাটির জন্য সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন জুলিয়ান মুর। ‘ম্যাপস টু দ্য স্টার’ এর জন্য কমেডি এবং মিউজিকাল বিভাগেও মনোনীত হয়েছিলেন তিনি। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েই বাজিমাত করেছেন জে কে সিমন্স। ‘হুইপল্যাশ’ সিনেমার জন্য তিনি জিতে নিয়েছেন পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার। সেরা অ্যানিমেটেড সিনেমা নির্বাচিত হয়েছে ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন টু’। সেরা সংগীতের পুরস্কারটি গেছে ‘সেলমা’ সিনেমাটির গান ‘গ্লোরি’র ঘরে। ক্যালিফোর্নিয়ায় রবিবার রাতে আয়োজিত এবারের অনুষ্ঠানটি ছিল গোল্ডেন গ্লোবের ৭২তম আসর। এবারের অনুষ্ঠানের শুরুতেই জর্জ ক্লুনি এবং হেলেন মিরেনের মতো তারকারা ফরাসী পত্রিকা শার্লি এব্দুতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো কার্টুনিস্টদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবারের আসরে আজীবন সম্মাননা ‘সেসিল বি ডেমিল’ পুরস্কার অর্জন করা জর্জ ক্লুনি, প্যারিসে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাকস্বাধীনতার পক্ষে সমর্থন জানাতে আসা শতাধিক মানুষের প্রতি নিজের সমর্থন জানিয়ে বলেন, “তারা সবাই সেখানে একত্রিত হয়েছে এই ধারণাকে প্রতিষ্ঠিত করতে যে, আমরা ভয় পাবো না।” অনুষ্ঠানটি এ নিয়ে তৃতীয়বারের মতো উপস্থাপনা করেন অভিনেত্রী টিনা ফে এবং এমি ফিলার। সম্প্রতি কিম জং-উনকে নিয়ে বিদ্রুপাÍক সিনেমা ‘দ্য ইন্টারভিউ’কে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সনি পিকচার্সের ওপর চালানো সাইবার হামলার বিষয়টি উঠে আসে তাদের উপস্থাপনায়।