লিটল মাষ্টার যোগ দেবেন ফিফার সভায়
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেটের ২২ গজে তার কীর্তির কথা জানা সবার। ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে নিয়েছেন শচীন রমেশ টেন্ডুলকার। এমন একজনকে ক্রিকেটেই দেখা যাবে এটাই স্বাভাবিক। কিন্তু টেন্ডুলকার যে ফুটবল অনুরক্তও। আএসএলে কেরল ব্লাস্টার্সের অন্যতম মালিক তিনি। তাই ফুটবলের সঙ্গে গাঁটছাড়া বাঁধনে জড়িয়ে পড়ছেন টেন্ডুলকার। আর সে কারণেই লিটল মাষ্টার যোগ দেবেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) এথিকিস কমিটির সভায়। ১৯ সেপ্টেম্বর ওই সভার শুরু করবেন ফিফা সভাপতি সেপ ব্লাটার। খেলাধূলার থেকে রাজনীতি এবং বাণিজ্য কী কী শিখতে পারে তা নিয়ে আলোচনা হবে ওই সভায়।