Connecting You with the Truth

লিভারপুলের ইংলিশ ক্লাবে ইতো

s-5
স্পোর্টস ডেস্ক:
সাবেক চেলসি তারকা স্যামুয়েল ইতোকে দলে ভেড়াতে চাইছে ইংলিশ ক্লাব লিভারপুল। ইতোমধ্যে ইতোকে প্রস্তাবও করেছে প্রিমিয়ার লিগের দলটি। এর আগে এসি মিলান থেকে আসা মারিও বালোতেল্লিকেও দলে নেয়ার ব্যাপারে অনেকটা নিশ্চিত অল রেডরা। দলবদল শেষ হওয়ার আগেই ইতোকে নিয়ে দলের অ্যাটাকিং পজিশন আরো বাড়াতে চায় কোচ র্ব্যান্ডন রজারস। চেলসি থেকে আসার পরে দলহীন অবস্থায় আছে ইতো। এরই মধ্যে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছে। আয়াক্স, আমস্টারডাম ও এভারটনও তার প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে সাবেক বার্সেলোনা ও ইন্টার মিলান তারকার প্রতি বিশেষ নজর দিয়েছে লিভারপুল। ইতোর সঙ্গে সাপ্তাহিক ৯৩ হাজার ইউরোতে এক বছরের জন্য চুক্তি করতে চায় লিভারপুল। আর যদি সে অ্যানফিল্ডে ভালো পারফর্ম করতে পারে সে ক্ষেত্রে চুক্তির মেয়াদ আরো বাড়াবে দলটি। এবারের মৌসুমে যদি ইতো ও বালোতেল্লি লিভারপুলে যোগ দেয় তবে ইন্টারের মত দ্বিতীয়বার তারা একসাথে একটি ক্লাবে খেলেবেন।

Comments
Loading...