Connecting You with the Truth

লেবাননে ক্যাফেতে আত্মঘাতী হামলায় নিহত ৭

13আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের ত্রিপোলি শহরের একটি ক্যাফেতে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শনিবারের এ হামলার দায়িত্ব স্বীকার করেছে আল কায়েদার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া সিরীয় জঙ্গিগোষ্ঠি নুসরা ফ্রন্ট। ত্রিপোলির জাবাল মোহসেন শহরের শিয়া আলাউয়িতি এলাকায় হামলাটি চালানো হয়েছে। হামলায় বহু লোক আহত হয়েছেন। ট্যুইটারে এক বিবৃতিতে নুসরা ফ্রন্ট বলেছে, “সিরিয়া ও লেবাননের সুন্নিদের প্রতিশোধ হিসেবে জোড়া এ হামলাটি চালানো হয়েছে।” সুন্নি অধ্যুষিত ত্রিপোলিতে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে স্থানীয় শিয়া-সুন্নিদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগে দুপক্ষ বেশ কয়েকবার প্রাণঘাতী বন্দুক লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা আত্মঘাতী দুই হামলাকারীর নাম প্রকাশ করে তারা ত্রিপোলির বাসিন্দা বলে নিশ্চিত করেছে। হামলায় সাতজন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তবে দেশটির অন্যান্য কর্মকর্তারা নিহতের সংখ্যা নয়জন বলে জানিয়েছেন। লেবানন সেনাবাহিনী জানিয়েছে, একজন আত্মঘাতীই হামলাটি চালিয়েছেন। তবে হামলার বিষয়টি এখনো তদন্তনাধীন আছেন। জাতীয় সংবাদ সংস্থা বলেছে, প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে লোকজন জড়ো হলে দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। চার বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের কারণে লেবাননের নিরপত্তা পরিস্থিতিও হুমকির মধ্যে পড়েছে। লেবাননের শিয়া রাজনৈতিক দল হেজবুল্লাহর বেসামরিক সশস্ত্র বাহিনীর যোদ্ধারা সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে সিরিয়ার গৃহযুদ্ধে নামার পর দেশটির শিয়া-সুন্নি উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়। এতে দেশটির সরকারও অকার্যকর হয়ে পড়েছে, গত মে থেকে কোনো রাষ্ট্রপ্রধান ছাড়াই চলছে দেশটি।

Comments
Loading...