লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ২
চট্টগ্রাম প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২৬ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছ। আটককৃতরা হলেন উপজেলার আমিরাবাদ এলাকার মো. হাফেজ আহমেদের পুত্র মো. এহসান(২৪) ও রশীদার পাড়া এলাকার মৃত আব্দুল গণির পুত্র মো. রফিক উদ্দিন। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, আটক দুইজনই ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে এহসানকে ৪০০ ইয়াবাসহ নিজ বাড়ি এবং রফিককে ২৬টি ইয়াবাসহ আমিরাবাদ স্টেশন থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই মোস্তফা।