লোহাগাড়ায় দুই শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি:
লোহাগাড়া থানার আধুনগর ও কলাউজান এলাকায় অভিযান চালিয়ে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পূর্ব কলাউজান এলাকার আবুল খায়েরের পুত্র আবদুল কুদ্দুস (৩৮) ও আধুনগর এলাকার আবুল হোসেনের পুত্র মো. ফারুক (২৭)। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবিরের নাশকতা মামলার আসামী। তারা দুইজনই দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতায় নেতৃত্ব দিয়ে আসছেন।