লোহাগাড়ায় প্রতিপক্ষের মামলা-হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষক
লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ার পূর্ব সুখছড়ী এলাকায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের মামলা-হামলা, হুমকি-ধামকি ও হয়রানিতে পালিয়ে বেড়াচ্ছে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি চক্রবর্তী। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ নূরুল ইসলামের সন্ত্রাসী বাহিনীর কাছে তিনি এ হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে মামলা দায়ের করেছেন। এছাড়াও প্রতিপক্ষের হয়রানি ও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধামকিতে অতিষ্ঠ হয়ে তিনি গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি জিডিও করেছেন বলে জানা যায়। মৃণাল কান্তি চক্রবর্তী উপজেলার পূর্ব সুখছড়ী এলাকার মৃত চন্দ্রকুমার চক্রবর্তীর পুত্র ও পূর্ব সুখছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেলীবিলা মৌজায় এক একর আট শতক জমিতে বিগত ৬০ বছর ধরে বংশানুক্রমিকভাবে ভোগদখল করে আসছে। মৌরশী পৈত্রিকসূত্রে প্রাপ্ত এ সম্পত্তির কিছু অংশ স্থানীয় প্রভাবশালী নূরুল ইসলাম গং জবরদখল করার চেষ্টা করলে তিনি চট্টগ্রামের অতিরিক্ত জেলা হাকিমের আদালতে কার্যবিধি আইনের ১৪৫ ধারা মতে মিস মামলা নং-২৮৪১/১৪ দায়ের করেন। আদালত এ মামলার প্রেক্ষিতে লোহাগাড়া থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে গত ২৪ নভেম্বর পুলিশ উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। কিন্তু নোটিশ প্রাপ্তির পর প্রতিপক্ষ নূরুল ইসলাম গং আদালতে মামলা দায়ের ও নোটিশ প্রদান করায় অতিশয় আক্রোশী ও ক্ষিপ্ত হয়ে ওঠে। মৃণাল কান্তি জমির ধান কেটে নেয়ায় প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা (সিআর মামলা নং-৩২১) দায়ের করে এবং প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পরে নিরুপায় হয়ে গত ২৪ ডিসেম্বর চট্টগ্রামের চীফ জুডিশ্যাল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষ নূরুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। বর্তমানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি চক্রবর্তী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে এবং প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা যায়।