লৌহজংয়ে নবনির্মিত স্কুলের উদ্বোধন
লৌহজং, মুন্সীগঞ্জ:
বৃহস্পতিবার উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা গ্রামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫০০শ’ বিদ্যালয় প্রকল্পের আওতায় ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হলদিয়া ইউপি চেয়ারম্যান হাজী মহসিন গাজীর সভাপতিত্বে ও সাহাবুদ্দিন পাভেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি তালুকদার, ইউএনও মো. খালেকুজ্জামান, আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, মো. জাকির হোসেন বেপারী, এবা গ্র“পের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন, মো. মেহেদি হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, মো. আবুল বাসার খান, মো. বদরুল আলম সমাপ্ত, মো. মাসুম আহাম্মেদ পিন্টু, রইস ইসলাম রঞ্জু, মো. মর্তুজা প্রমুখ।