ল্যাম্পপোস্টের নিচে ইমন শুধু ভাবনার জন্য
বিনোদন ডেস্ক:
ইমন প্রতিদিনই একটি মেয়ের জন্য ল্যাম্পপোস্টের নিচে অপেক্ষা করে। কয়েকদিন অপেক্ষার পর মেয়েটির দেখা পান তিনি। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু মেয়েটি ইমনকে তার বাবা-মাকে ছেড়ে তার কাছে আসার জন্য একটি শর্ত জুড়ে দেয়। এটি ‘ল্যাম্পপোস্ট’ নাটকের গল্প। লিখেছেন পাš’ শাহরিয়ার, পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। ‘ল্যাম্পপোস্ট’ এবারের ঈদে এনটিভিতে প্রচার হবে বলে জানা যায়। এ নাটকে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘দীর্ঘদিন পর অনেকটা অনুরোধে এই নাটকে কাজ করেছি। একটি অন্যরকম প্রেমের গল্প রয়েছে এতে।’