Connecting You with the Truth

শখের শেষ সুযোগ

b-11
বিনোদন ডেস্ক:
মডেল কন্যা হিসেবেই মিডিয়ায় সুপরিচিত আনিকা কবির শখ। ২০০২ সালে মডেলিং-এ নিজের ক্যারিয়ার শুরু করেন। বাংলালিংকের বিজ্ঞাপনের মডেল হবার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর বাংলালিংকের একাধিক সিরিজ বিজ্ঞাপনের সাথে আরও বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন শখ। এরপর শুরু করেন টিভি নাটকে অভিনয় রেদওয়ান রনি পরিচালিত দীর্ঘ ধারাবাহিক ‘এফএনএফ’ এ কাজ করে নিজের অভিনয় দক্ষতার সাক্ষ্যর রাখেন ছোট পর্দায়। এরপর একাধিক নাটকে কাজ করেছেন তিনি। তবে নাচ, গানে পারদর্শী গ্লামারাস শখের ইচ্ছে ছিল বড় পর্দায় কাজ করার। ক্যারিয়ারের প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেলেন শাকিব খানকে। ২০১৩ ‘বলো না তুমি আমার’ নামের সেই ছবিটি মুক্তি পায়। তবে ব্যবসায়িক দিক থেকে সফল না হলেও ছবিতে শখের সুন্দর অভিনয় দর্শক নন্দিত হয়। সেই সময় শখ ও আরেক মডেল অভিনেতা নিলয়ের মধ্য প্রেম চলছিল। আর তাদের এই প্রেম দেখেই বিজ্ঞাপন নির্মাতা সানিয়াত সিদ্ধান্ত নিলেন এই জুটিকে নিয়ে সিনেমা বানাবেন। ছবির নাম ঠিক হল ‘অল্প অল্প প্রেমের গল্প।’ কিন্তু শ্যুটিংয়ের মাঝ পথেই ভেঙ্গে যায় শখ-নিলয়ের সম্পর্ক। বিপাকে পড়েন ছবির পরিচালক। তবে হাল ছাড়েননি সানিয়াত ঠিকই তিনি আলোচিত জুটিকে এক করে ছবিটি শেষ করেন। দীর্ঘদিন মিডিয়ায় আওয়াজ নেই শখের। গেল শুক্রবার মুক্তি পেয়েছে তার ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি। এরই মাঝে ছবিটি বেশ সাড়া জাগিয়ে প্রথম সপ্তাহেই মুক্তি পেয়েছে ৬৩টি হলে। আর শখের চলচ্চিত্রের ক্যারিয়ার কতোদূর যায় সেটা নির্ভর করছে সিনেমার সাফল্যর উপরেই। অনেকেই শখের ‘অল্প অল্প প্রেমের গল্প’কে তার টারনিং পয়েন্ট হিসেবেই দেখছেন।

Comments
Loading...