Connecting You with the Truth

শচীনের আত্ব জীবনী প্রকাশ ঘটছে

স্পোর্টস ডেস্ক:
আগামী ৬ এ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রকাশিত হচ্ছে ক্রিকেটের ভারতীয় ঈশ্বর শচীন টেন্ডুলকারের আতœs-3 ‘প্লেইং ইট মাই ওয়ে’। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টেনে গত নভেম্বরে ক্রিকেট থেকে অবসর নেন লিটল মাস্টার। যেখানে টেষ্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ শতকের মালিকও তিনি। শচীন বলেন, ‘আমি জানি এই জীবনীটি আমাকে পুরোপুরি যোগ্য করে তুলবে। আমি ক্রিকেটকে অনেক ভালোবাসি। এখানে আমার জীবনের অনেক কিছুই থাকবে, যা আমি আগে কখনো বলিনি।’ শচীন আরো বলেন, ‘আমার শেষ ইনিংস, শেষ প্যাভিলিওনে ফিরে যাওয়া, না বলা অনেক কথা যখন ৩৫ বছর আগে মুম্বাইতে প্রথম ব্যাট ধরেছিলাম, সবই থাকবে এতে।’ ওয়াংখেড়েতে জীবনের শেষ টেস্টে ৭৪ রানের ইনিংসের পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দন নেওয়ার ছবি বইটির প্রচ্ছদে রয়েছে। বইটির সহ-লেখক বিখ্যাত ক্রিকেট লেখক বোরিয়া মজুমদার। তিনি একাধারে ক্রিকেট ইতিহাসবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। বিশ্বজুড়ে বইটি প্রকাশ করবেন হুডার এবং স্টাউগটন। ভারতীয় উপমহাদেশে এটি প্রকাশের দায়িত্বে থাকবেন হ্যাচেটি।

Comments
Loading...