Connecting You with the Truth

শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নয়ন দাস, শরীয়তপুর সদর:
সাংগঠনিক কাজে ৫ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মির্জা আজম এর আগমন এর উপলক্ষে এবং সভাপতি পদ থেকে জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণের অপসারণের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কিরণের কুশপুত্তলিকা দাহ করেছে শরীয়তপুরের জেলা বিএনপির একাংশ নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১১টার সময় জেলা শহরের চৌরঙ্গীর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণের অপসারণ দাবি করেন। অন্যথায় মির্জা আজমের শরীয়তপুর সফর প্রতিহত করার ঘোষণা দেন। সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে সফিকুর রহমান কিরণের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেত-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি নেতা আলতাফ হোসেন সিকদার, মহিউদ্দিন বাদল ও মাহবুবুল আলম তালুকদারসহ শত শত নেতা-কর্মীরা।

Comments
Loading...