শরীয়তপুরে শীতবস্ত্র বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক গত কাল শুক্রবার বেলা ১২টায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সভাকক্ষে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৬ কোটি মানুষের নন্দিত নেত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজির উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। এ সময় জাজিরা উপজেলার ৬শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।