Connecting You with the Truth

শরীয়তপুরে সরকারি গাছ কর্তন, ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে মামলা দায়ের

নয়ন দাস, শরীয়তপুর:
শরীয়তপুরে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান কর্তৃক মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চর চিকন্দী গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, ভোরের সূর্য ওঠার পূর্বেই দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় দিদার মাদবর, হাসেম মাদবর, আনোয়ার মাদবর, দেলোয়ার মাদবরসহ ৭/৮জন চিকন্দী গ্রামের রহিম শিকদারের বাড়ির নিকটস্থ মুন্সির হাট-মাঝির ঘাট সড়কের পাশে লাগানো সরকারি গাছগুলো কেটে নেয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বলেন, দিদার মাদবর গংয়ের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারি সম্পদ তসরুপসহ সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডে বাধা দিলে হুমকি-ধামকি দিয়ে ভীতি প্রদর্শন করে থাকে। এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে পালং থানায় মামলা করেন। মামলার নং- ৩০
পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইমারত হোসেন বলেন, তদন্ত চলছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments
Loading...