Connecting You with the Truth

শাকিরার ইচ্ছা জন্মেছে ফুটবল দল গড়ার

স্পোর্টস ডেস্ক:
ফুটবলকে দারুণ ভালোবাসেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকেকে সঙ্গী হিসেবে বেছে নিয়ে তার প্রমাণ দিয়েছেন। টানা তিন বিশ্বকাপের ফাইনালে পারফর্ম করায় ফুটবলের প্রতি তার টান আরো বেড়ে গেছে। এবার ফুটবল দল গড়ার ইচ্ছা জন্মেছে শাকিরার মনে। তা-ও আবার নিজের সন্তানদের নিয়ে গড়া! গত বছরের জানুয়ারিতে শাকিরার প্রথম সন্তানের জন্ম হয়। ভক্তদের উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছেন শাকিরা, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। স্প্যানিশ মিডিয়ায় এক সাক্ষাৎকারে সেই খবরটা দিতে গিয়ে শাকিরা মজা করে বলেন, ‘আমি আর পিকে আট-নয়টা বাচ্চা নিতে চাই। যাতে আমার নিজেরই একটা ফুটবল দল হয়। যদি ২০১০ বিশ্বকাপটা না হতো, আমার সন্তান মিলানের জন্ম হতো না।’

Comments
Loading...