Connecting You with the Truth

শার্লে এবদু প্রতিবাদে নাইজারে নিহত ৫

_80327334_025440465-1আন্তর্জাতিক ডেস্ক:

ফরাসি বিদ্রুপ পত্রিকা শার্লে এবদু’তে মহানবী হযরত মুহম্মদ’র (সা.) কার্টুন ছাপানোর প্রতিক্রিয়ায় নাইজারে সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দ্বিতীয় দিনের সহিংসতায় নিহতরাসহ দুদিনের সহিংসতায় দেশটিতে মোট ১০ জন নিহত হলেন, জানিয়েছে নাইজার সরকার। দেশটির ইসলামি নেতাদের ডাকা একটি প্রতিবাদ সমাবেশ সরকার নিষিদ্ধ করলে দেশটিতে সহিংসতা শুরু হয়। রাজধানী নিয়ামি’তে উত্তেজিত মুসলিম তরুণরা কয়েকটি গির্জায় আগুন ধরিয়ে দিয়ে দোকানপাটে লুটপাট শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জবাবে সহিংস তরুণরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। “তারা আমাদের নবী মোহাম্মদকে অপমান করেছে, এটি আমাদের পছন্দ হয়নি,” বলেন প্রতিবাদে অংশগ্রহণকারী আমাদু আব্দুল ওয়াহাব। নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইউসুফ জানিয়েছেন, নিহত সবাই বেসামরিক, এদের মধ্যে চারজন জ্বালিয়ে দেয়া গির্জা বা বারের ভিতর অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। এ বিষয়ে একটি তদন্ত শুরু করে সহিংসতার জন্য দায়ীদের শাস্তি দেয়া হবে বলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন তিনি। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার নামে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করারও সমালোচনা করেন ইউসুফ। শার্লে এবদুতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার প্রতিবাদে গত সপ্তাহে প্যারিসে আয়োজিত একটি প্রতিবাদ সমাবেশে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট ইউসুফও উপস্থিত ছিলেন। নাইজারের এক কোটি ৭০ লাখ অধিবাসীর অধিকাংশই মুসলিম, তবে দেশটি সরকারিভাবে ধর্মনিরপেক্ষ।

Comments
Loading...