দেশজুড়ে

শার্শায় ৪৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published

on

সেলিম রেজা, শার্শা, যশোর:

যশোরের শার্শা উপজেলায় জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৪৩তম আসর অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার শেষ দিন বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৪৩তম আসরে ফুটবল প্রতিযোগিতায় শার্শার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ, হ্যাণ্ডবল বালক ইভেন্টে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, বুরুজবাগান রানার্সআপ, বালিকা ইভেন্টে বুরুজবাগান পাইলট বালিকা চ্যাম্পিয়ন, মরিয়ম মেমোরিয়াল রানার্সআপ এবং কাবাডিতে বেনাপোল মাধ্যমিক চ্যাম্পিয়ন, চালিতাবাড়ীয়া রানার্সআপ হয়েছে। প্রতিযোগিতার শেষ দিন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরিফ-উজ-জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন, গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হোসেন, বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমানসহ বিভিন্ন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। এছাড়া শার্শার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version