শাল্লায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম পরীক্ষায় বহিষ্কার ১
শাল্লা, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রাম পরীক্ষায় নকল করার অপরাধে এক ছাত্রকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পর হল পরিদর্শন করার সময় তাকে নকলসহ হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক বিন ইকরাম। জানা যায়, বহিষ্কৃত ছাত্র দিরাই থানার শ্যামারচর গ্রামের জয়হরি দাসের ছেলে বাদল দাস (২০)।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, বাদল দাসকে এসএসসি প্রোগ্রাম পরীক্ষায় নকল করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা পনের দিনের জন্য জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং ১ বছরের জন্য তাকে সবধরণের পরীক্ষার সুযোগ থেকে বাতিল ঘোষণা করেছেন।