Connecting You with the Truth

শাল্লায় ৮ জুয়াড়ি গ্রেপ্তার; সাজা প্রদান ১ মাসের

শাল্লা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জুয়া খেলার অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করেছে শাল্লা থানার পুলিশ। গত সোমবার রাত ৭ টায় উপজেলার আটগাঁও বাজারে জুয়া খেলার আসর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তারকৃতদের বাড়ি আটগাঁও গ্রামেই। তারা হলেন, আবুল ইসলাম (৩০) পিতা: আব্দুল মন্নান, জমসদ মিয়া (৩২) পিতা: জলিল মিয়া, আব্দুল আউয়াল (৩০) পিতা: মৃত লেকান্দ মিয়া, আব্দুল জব্বার মিয়া (৪৫) পিতা: মৃত রশিদ আলী, ফুল মিয়া (৩৮) পিতা: আফজাল মিয়া, আফরু মিয়া(৩০) পিতা: মৃত রেজুয়ান মিয়া, বকুল মিয়া (৩৫) মৃত: তারা মিয়া, রুহুল মিয়া (৩২) পিতা মৃত: ওমর আলী।
এ ব্যাপারে শাল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, জুয়া খেলার অপরাধে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বিচার করে এক মাসের সাজা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক বিন ইকরাম এবং গ্রেপ্তারকৃতদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Comments
Loading...