শাহজালালে ‘হার্ডডিস্ক’ থেকে কোটি টাকার সোনা উদ্ধার
ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি করা ১০টি হার্ডডিস্ক থেকে প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। গত কাল সকালে বিমান বন্দর পোস্ট অফিসের ফরেন শাখায় রাখা ওই হার্ডডিস্কগুলো স্ক্যান করার পর ওই সোনা উদ্ধার হয় বলে জানিয়েছেন শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম। তিনি বলেন, “ফরেন শাখায় রাখা ১০টি কম্পিউটারের হার্ডডিস্ক স্ক্যান করে প্রতিটি থেকে দুইটি করে মোট ২০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন ২ দশমিক ৩৩ কেজি এবং বাজারমূল্য এক কোটি টাকার বেশি।” শুল্ক কর্মকর্তা রিয়াদ বলেন, “মো.কবির নামে এক ব্যক্তির নামে কম্পিউটারের সরঞ্জামগুলো কিছুদিন আগে হংকং থেকে আনা হয়েছিল। মালিকের ঠিকানার জায়গায় কেবল ‘ঢাকা’ লেখা রয়েছে।” তবে কোন বিমানে এবং কবে কম্পিউটার সরঞ্জামগুলো আমদানি করা হয়েছিল, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।