Connecting You with the Truth

শাহজালালে ১১ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ

সিলেট প্রতিনিধি:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ করেছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। গতকাল দুপুরে নিউইয়র্ক থেকে আসা এক নারী যাত্রীর ল্যাগেজ থেকে এই ওষুধ জব্দ করা হয়। ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ টাকা। বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সিনিয়র সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রুহুল আমিন ও সহকারী কমিশনার জুয়েলা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। জুয়েলা খানম বলেন, নিউইয়র্ক থেকে আসা নাসরিন সুলতানা ইকে-৫৮২ ফ্লাইটে সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে অবতরণ করেন। তিনি ইমিগ্রেশন শেষে লাগেজ নিয়ে সাড়ে ১১টার দিকে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হলে তার কয়েকটি লাগেজ স্ক্যানিং করে ওষুধ পাওয়া যায়। তিনি বলেন, বৃদ্ধদের ব্যবহারের জন্য এই ওষুধগুলো আনা হচ্ছিল। ওষুধগুলোর মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১১ লাখ টাকা। ওষুধগুলো শুল্ক গুদামে জমা দেওয়া হবে বলে জানান পরিদর্শক মাহবুব এ খুদা।

Comments
Loading...