Connecting You with the Truth

শাহরুখের প্রথম ছবি ভাইরাল!

Shahrukhপ্রথম ছবিতে শাহরুখ খান

বিনোদন ডেস্ক: কিং খান খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের নাম শুনলেই তার অভিনয় শৈলি, রোম্যান্স, আবেগ, হাসি, কান্না মিশ্রিত মনোমুগ্ধকর সিনেমা চোখে ভেসে উঠে। ক্যারিয়ার শুরুর পর থেকে ভিন্নধর্মী অভিনয় দিয়ে ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। অথচ এই বলিউড বাদশার ক্যারিয়ার শুরু হয় ছোটপর্দায়।
বড়পর্দায় মুগ্ধতা ছড়িয়ে এরই মধ্যে ভক্তদের মন জয় করেছেন শাহরুখ খান। কিন্তু মুগ্ধতা আরও বাকি আছে। কারণ এতদিনে সামনে এসেছে শাহরুখ অভিনীত প্রথম শর্টফিল্ম।
১৯৯১ সালে দীনেশ লক্ষ্মণপালের তৈরি শর্টফিল্মে ‘মহান কর্জ’-এ অভিনয় করেছিলেন বলিউড বাদশা। সেই ভিডিও এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল। ১৭ মিনিটের ওই ছবিতে হেসেছেন, কেঁদেছেন এমনকি আত্মহত্যা করতেও দেখা গেছে শাহরুখকে। কিন্তু একটা জিনিস মিসিং। তা হচ্ছে রোম্যান্স। রোম্যান্টিক শাহরুখকে দেখা যায়নি এ ছবিতে। এ ছবিতে এক রাজার কোষাধ্যক্ষের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। এর পরই বড় পর্দায় অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি।

শাহরুখের প্রথম ছবির ভিডিও-

https://www.youtube.com/watch?v=cw5wkSTHiWs&feature=youtu.be

Comments
Loading...