শাহরুখের স্বপ্নের আগাম উচ্ছ্বাস হ্যাপি নিউ ইয়ার
বিনোদন ডেস্ক:
শাহরুখ খানের স্বপ্নের ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে আগামী দিওয়ালিতে। তার আগে প্রচারণার অংশ নিয়ে ছবিটির পাত্রপাত্রী আর গানের শিল্পীদের নিয়ে বিনোদন সফরে বের হচ্ছেন তিনি। সেপ্টেম্বরে আমেরিকার বিভিন্ন শহর মাতিয়ে ৫ অক্টোবর তারা উঠবেন লন্ডনের ওটু এরেনার মঞ্চে। এই প্রচারণার নাম দেওয়া হয়েছে ‘¯¬্যাম! দ্য ট্যুর। এখানে শাহরুখের পাশাপাশি থাকছেন নৃত্য পরিচালক-নির্মাতা ফারাহ খান, দীপিকা পাড়–কোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ, বিবান শাহ ও গায়িকা কনিকা কাপুর। এ ছাড়া শুভাকাক্সিক্ষ হিসেবে যাচ্ছেন মাধুরী দীক্ষিত ও মালাইকা অরোর খান। আমেরিকায় এক দশক পর নাচ-গান করতে যাচ্ছেন শাহরুখ। বিনোদন সফরটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। তার ভাষ্য, ‘গোটা দুনিয়ার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এই বিনোদন সফর সেই ভালোবাসার প্রতিদান ও ধন্যবাদ জানানোর উপায় মাত্র।’ জানা গেছে, ১৯ সেপ্টেম্বর হাউস্টনের টয়োটা সেন্টারে প্রথম অনুষ্ঠানটি করবেন তারা। এরপর তারা ঘুরবেন নিউ জার্সির কন্টিনেন্টাল এরেনা, ওয়াশিংটনের জিফি লুব লাইভ, শিকাগোর সিয়ারস সেন্টার এরেনা, ভ্যানক্যুভারের প্যাসিফিক ন্যাশনাল এক্সিবিশন। ক্যালিফোর্নিয়ার সান জোসের এসএপি সেন্টারে ২৮ সেপ্টেম্বর নেচে-গেয়ে আমেরিকা সফর শেষ করবেন কিং খান ও তার সঙ্গীরা। ছয় ব্যর্থ মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হ্যাপি নিউ ইয়ার। শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছেন এটি।