ঢাকা বিভাগ
শিবচরে একই রাতে ৩ বাড়িতে ডাকাতি ॥ আহত-৩
মাদারীপুর প্রতিনিধি ॥
একই রাতে মাদারীপুরের শিবচরের একটি ইউনিয়নের ৩ বাড়িতে ডাকাতদল হানা দিয়েছে। ডাকাতিকালে বাঁধা দেওয়ায় ডাকাতের হামলায় বাবা-ছেলেসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া একই রাতে পৌর সভার দুইটি দোকান ও একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ, পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরকাকইর গ্রামের পশ্চিম কাকইর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বাইরে যাওয়ার সময় ১০/১২ জনের ডাকাতদল ঘরের ভিতরে প্রবেশ করে তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
এসময় তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ আনা স্বর্নালংকার, নগদ ৬৬ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
এর পর ডাকাতদল শিপাইকান্দি গ্রামের খোকন শেখ এর বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল লুট করার চেষ্টা করে। এসময় বাড়ির সদস্যরা ডাকাতদের বাঁধা দেয়। এতে ডাকাতরা গৃহকর্তা খোকন শেখ (৪০) ও তার ছেলে শিরুয়াইল দাখিল মাদ্রাসার ৭ম শেণীর ছাত্র নাজমুল শেখকে (১২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
রাতেই গুরুতর আহতাবস্থায় তাদের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই ইউনিয়নের শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান এর বাড়িতে ডাকাতরা প্রবেশ করে সকলের অগোচরে গোয়াল ঘর থেকে একটি গরু লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই রাতে শিবচর পৌরসভার ডিআইজি হাউজিং সংলগ্ন এলাকার ভাড়াটিয়া রানা মিয়ার বাসায় ও পার্শ্চবর্তী জয় কুন্ড ও মিজানুর এর দোকানে চোরচক্র হানা দিয়ে মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস