Connecting You with the Truth

শিবালয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

শিবালয় প্রতিনিধি:

বঙ্গবন্ধুর ৩৯তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভা ও গণভোজের আয়োজন করে। শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউর রহমান খান জানুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট দীপক ঘোষ। অন্যান্যের মধ্যে উপজেলা ডেপুটি কমান্ডার ডা. মো. আনোয়ার হোসেন, আমজাদ হোসেন মাস্টার, এলমেছ আলী, রফিক খান, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আজিজুল হক নান্নু প্রমুখ বক্তব্য রাখেন। অনুরূপ কর্মসূচীতে পরদিন বিআরডিবি অফিস প্রাঙ্গণে উলাইল ইউনিয়ন ১নং ওয়ার্ড আ’লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগ সহ-সভাপতি বিডিবিএল পরিচালক এ্যাডভোকেট আব্দুস সালাম। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভজন সরকার, সুদীপ ঘোষ, সুভাষ মজুমদার, উজ্জ্বল হোসেন ইজ্জত মেম্বার প্রমুখ বক্তব্য রাখেন।

Comments
Loading...