Connect with us

খেলাধুলা

শিরোপার আনন্দ এখনো কাটেনি মুলারের

Published

on

Thomas-Muller-Celebrating-Goal-Wallpaper
স্পোর্টস ডেস্ক:
ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ শিরোপার আনন্দ এখনো কাটেনি জার্মান ফুটবলারদের। সেই দলের অন্যতম সদস্য ছিলেন স্ট্রাইকার থমাস মুলার। তবে বিশ্বকাপ জিতলেও শিরোপা ক্ষুধা এখনও কাটেনি এ তারকার। বায়ার্ন মিউনিখের তারকা জানান তিনি এখনো শিরোপার জন্য মরিয়া হয়ে আছেন। যদিও তিনি সবধরনের শিরোপার স্বাদই পেয়েছেন। জার্মানি দলের হয়ে বিশ্বকাপ জেতা মুলার ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, তিনটি বুন্দেসলিগার শিরোপা, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা। মুলার বলেন,“ এটি সত্য যে আমার আর কোন শিরোপা জেতার বাকি নেই। তবে আমি এখনও খেলা থেকে অবসরে যাইনি। আমি ফুটবলকে ভালোবাসি। আর খেলতে হলে আমাকে শিরোপার জন্যই খেলতে হবে।” ২৪ বছরের এই তারকা জানান, সম্প্রতি বায়ার্ন বেশ কয়েকটি সফল মৌসুম শেষ করেছে। তার আরো বিশ্বাস এবারও দলটি আরেকটি সফল মৌসুম শুরু করতে যাচ্ছে। “ সমর্থকদের আমাদের প্রতি অনেক আশা। তারা চায় আমরা অনেক বড় ব্যবধানে জয় লাভ করি। কারণ অতীতে আমরা এই সফলতা পেয়েছিলাম। আজ উলফসবার্গের সঙ্গে ম্যাচ দিয়ে বুন্দেসলিগা শুরু করছে বায়ার্ন ও মুলার।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *