শিশুর নাম ‘মেসি’ রাখা রাখা যাবে না !
স্পোর্টস ডেস্ক:
শিরোনাম দেখে হয়তো ভড়কে যেতে পারেন। তবে ঘটনাটা একটু অন্যরকম। এই নিষেধাজ্ঞাটা ব্যক্তি কিংবা ফুটবলার লিওনেল মেসির ওপর নয়। নিষেধাজ্ঞাটা আর্জেন্টিনার রোজারিওতে নতুন করে জন্মগ্রহণ করা শিশুদের নামে ফিফা বর্ষসেরা ফুটবলারের সুরনেইম (উপাধি) ব্যবহার প্রসঙ্গে। অর্থাৎ, সেখানে জন্মগ্রহণ করা নতুন বাচ্চাদের নাম এখন আর মেসি রাখা যাবে না। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘দেশটির রোজারিওতে জন্মানো নতুন কোনো শিশুর নাম ‘মেসি’ রাখা একেবারেই নিষিদ্ধ। মেসি নামটার প্রতি মা-বাবার বাড়তি আগ্রহ এবং ভবিষ্যতে এ নিয়ে বিভ্রান্তি ও নাম-সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ গনজালো ক্যারিল্লো নামক ওই কর্মকর্তার আরো দাবি, ‘মেসি একটি উপাধি। সুতরাং এটাকে প্রথম নাম হিসেবে ব্যবহার করা আইনসিদ্ধ নয়।’