Connecting You with the Truth

শিয়া-কুর্দি মিলিত বাহিনীর দখলে আইএস’র শক্তিকেন্দ্র সুলেমান বেগ শহর

20149110229737580_20আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর ইরাকের আমের্লিতে ইসলামিক স্টেটের (আইএস) অবরোধ ভেঙে ফেলার পর শিয়া বেসামরিক বাহিনী ও কুর্দি বাহিনী গোষ্ঠীটির বিরুদ্ধে অগ্রযাত্রা ধরে রেখেছে। সোমবার বিবিসি’র একটি দল শহরটিতে প্রবেশ করে দুই মাসের অবরুদ্ধ অবস্থায় কঠিন সময় পার করা বাসিন্দাদের দেখতে পান। শিয়া-কুর্দি মিলিত বাহিনী আইএস’র শক্তিকেন্দ্র সুলেমান বেগেরও দখল নিয়েছে। সোমবার শহরটি পরিদর্শন করেছেন ইরাকের বিদায়ী প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। এ সময় তিনি বলেছেন, “আমাদের শত্রুরা পিছু হটছে আর স্বেচ্ছাসেবীদের সমর্থনপুষ্ট আমাদের নিরাপত্তাবাহিনী আরো শহর মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।” সাম্প্রতিক মাসগুলোতে আইএস’র বিরুদ্ধে শিয়া ও কুর্দি বাহিনীর এটিই সবচেয়ে বড় সাফল্য। সোমবার কুর্দিদের পেশমের্গা বাহিনী সুলেমান বেগ শহরে তাদের পতাকা উড়িয়ে দেয়। নিকটবর্তী ইয়ানকাজা শহরটিও ঘিরে ফেলেছে মিলিত বাহিনী। শহরটিতে থাকা জঙ্গিদের অবস্থান লক্ষ করে কামানের গোলাবর্ষণ ও মেশিনগানের গুলি চালানো হচ্ছে। শিয়া বেসামরিক বাহিনী জানিয়েছে, তাদের এই সাফল্যে ইরানের ভূমিকা আছে, তাদের অস্ত্র দিয়ে ও সামরিক অভিযানের পরিকল্পনা করতে সাহায্য করেছে প্রতিবেশী দেশটি। এদিকে জার্মানি ইরাকের উত্তরে কুর্দি পেশমারগা বাহিনীর জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। প্রায় ৪,০০০ কুর্দি যোদ্ধার জন্য প্রায় ৭ কোটি ইউরো মূল্যের এই অস্ত্র পাঠানো হবে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, জার্মানির নিজস্ব নিরাপত্তার স্বার্থেও তাদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করতে হচ্ছে। কুর্দিরা ইরাকের উত্তরে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলেও গোটা অঞ্চলের জন্য বিপদের আশঙ্কা করছেন স্টাইনমায়ার। এর জের ধরে ইরাকে আরও বিভাজন ঘটতে পারে বলে তিনি মনে করেন। তখন সীমানা নিয়ে নতুন করে সংকট ও সংঘাত দেখা দিতে পারে। একবার সীমানা নিয়ে এমন প্রশ্ন উঠলে তার আগুন গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে স্টাইনমায়ার আশঙ্কা করছেন।

Comments
Loading...