Connecting You with the Truth

শীতকালেই কাতার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক:s-3
সব জল্পনা-কল্পনার অবসান হলো অবশেষে। ২০২২ বিশ্বকাপ কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শীতকালে। অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে। শুধু তাই নয়, ওই বিশ্বকাপটি দ্রুত শেষ করার বিষয়েও একটা নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। যদিও বিষয়টা এখনও চূড়ান্ত রূপ পায়নি। নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে ফিফার পক্ষ থেকে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। ওই টাস্কফোর্স কমিটিই দীর্ঘ আলোচনা এবং গবেষণার পর নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে এনেছে। আগামী ১৯ ও ২০ মার্চ জুরিখে ফিফার কার্যকরী সভার বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকেই নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তটি অনুমোদন পাওয়া প্রায় নিশ্চিত। গরমে না শীতে, কাতারে কখন বিশ্বকাপ হবে এই নিয়ে বেশ কিছুদিন থেকেই মতোবিরোধ চলছিল। এ ইস্যুতে কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ বলেছিল, তারা ভেন্যুগুলোকে শীততাপ নিয়ন্ত্রিত করে নেবে। শেষ পর্যন্ত অবশ্য শীতেই বিশ্বকাপ আয়োজন করার দিকে রায় দিতে যাচ্ছে কার্যনির্বাহী কমিটি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিফার টাস্কফোর্স নভেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত করার বিষয়ে মত দিয়েছে। ছ’টা কনফেডারেশনই শীতকালে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছে। আগামী ১৯ ও ২০ মার্চ জুরিখে ফিফার কার্যনিবাহী কমিটির বৈঠক বসতে চলেছে। ওই বৈঠকেই নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ হওয়া নিয়ে ফয়সালা হবে। জানা গেছে ২৩ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠানের বিষয়ে চিন্তা করা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপ যাতে অল্প সময়ের মধ্যে শেষ হয় সে জন্যও বেশ তৎপর ফিফা। ফিফা টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন শেষ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তিনি মে-জুনে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাই নাকচ করে দিয়েছেন। তবে একই সঙ্গে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের সঙ্গে একটা সংঘাতের বিষয়ের কথাও জানান তিনি। জানতে চাওয়া হয়, নভেম্বর-ডিসেম্বরে তো ইউরোপিয়ান জমজমাট লিগগুলো অনুষ্ঠিত হয়। তাহলে কিভাবে কী করা হবে? জবাবে সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেন, ‘সব পক্ষই এ বিষয়ে মতামত দিয়েছে। শুধু ইউরোপই নয়।’

Comments
Loading...